• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

নির্বাচন

রাজনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত নয় ইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২৩

দেশে নির্বাচনের তফসিল ঘোষণার মতো উপযুক্ত পরিবেশ আছে। রাজনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত নয় ইসি। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, তফসিলের আগের রেওয়াজ মেনে আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেয়া হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। সচিব জানান, রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। কমনওয়েলথের প্রাক-নির্বাচনী দলের সাথে ১৯ নভেম্বর বৈঠক করবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকের ব্যাপারে আশা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষভাগে দ্বাদশ সংসদ নির্বাচন হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads